ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​হোয়াইট হাউজে পা রাখতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:৩০:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৫:৩৫:০২ অপরাহ্ন
​হোয়াইট হাউজে পা রাখতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! ​সংবাদচিত্র : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। 

ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
 
এদিকে, ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দফতরের সমর্থকদের সামনে তিনি সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প নিজের বিজয়ের ঘোষণা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই দেয়া এই বিজয় ভাষণে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী একটি ম্যান্ডেট দিয়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে সিনেট পুনরুদ্ধার করেছে।

ট্রাম্প আরও বলেছেন, এটি আমেরিকার সুবর্ণ যুগ। যা আমেরিকাকে আবারও মহান করে তোলার সুযোগ এনে দেবে। এ সময় তিনি তার প্রচারণার স্লোগানও পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প ঘোষণা দেন, আমরা আমাদের দেশকে সারিয়ে তুলতে যাচ্ছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্ত সমস্যার সমাধান করবেন। তার মতে, এটি ইতিহাস তৈরির একটি মুহূর্ত। যা রিপাবলিকানদের বিজয়কে বিশেষ অর্থবহ করে তুলেছে।

এ সময় ডোনাল্ড ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাঁকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করেন। তিনি তাঁর সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নাম উল্লেখ করেন যাঁরা তার পাশে দাঁড়িয়ে ছিলেন।
সূত্র : ফক্স নিউজ, বিবিসি।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট!
এগিয়ে আছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ!
​ভোটযুদ্ধে কমলা-ট্রাম্পের ড্র!
​মার্কিন নির্বাচনে ভোট দেওয়া ও গণনা করা হয় কীভাবে
২৪ কোটি ভোটারের হাতে কমলা ও ট্রাম্পের ভাগ্য

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ