ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এগিয়ে আছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ১২:৪৮:৩৬ অপরাহ্ন
এগিয়ে আছেন ট্রাম্প ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থক । ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো অঙ্গরাজ্যভিত্তিক ফলাফল ঘোষণা শুরু করেছে। ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২৭টি ইলেকটোরাল কলেজ ভোট। 

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোট আছে। যে প্রার্থী ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে। তাই প্রচারের জন্য নির্বাচনের আগে দীর্ঘ সময় ধরে এই অঙ্গরাজ্যগুলো চষে বেড়িয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। তবে তা কতটুকু কাজে এসেছে, তা বোঝা যাবে এই অঙ্গরাজ্যগুলোয় ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর।

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতে সন্তুষ্ট নন দেশটির তিন-চতুর্থাংশ ভোটার। অপরদিকে মাত্র এক-চতুর্থাংশ ভোটার দেশের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সিএনএনের করা প্রাথমিক বুথফেরত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ভোটারের ৪ জনই যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট। আর ১০ জনের ৩ জন বলেছেন, তাঁরা দেশের বর্তমান হালচালে ক্ষুব্ধ। মাত্র এক-চতুর্থাংশ দেশের পরিস্থিতিতে উৎসাহ ও সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলা স্কুপ/ডেস্ক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ