ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবধান বাড়িয়ে ট্রাম্প ২৪৭, কমলা ২১৪

ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ১২:৪৫:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:৩২:৩০ অপরাহ্ন
ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট! রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো
ইতিহাসের নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। নিজেদের ৪৭তম প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন মার্কিন জনগণ। এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ফলাফলও আসতে শুরু করেছে। 

বুধবার (৬ নভেম্বর) শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৭ এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট। সেই হিসেবে ট্রাম্পই হতে যাচ্ছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেটস’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে। তবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী জর্জিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্যভিত্তিক ফলাফল ঘোষণা করছে। ভোটগ্রহণ পর্ব যত শেষের দিকে এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যদিও মার্কিন নির্বাচন কর্মকর্তারা আভাস দিয়েছিলেন এবারের নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে; কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, আনুষ্ঠানিক ফলাফল আসতে দেরি হলেও প্রেসিডেন্ট নির্ধারণ করতে অপেক্ষা করতে হচ্ছে না সে পর্যন্ত।

 বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে

এগিয়ে আছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ!
​ভোটযুদ্ধে কমলা-ট্রাম্পের ড্র!
​মার্কিন নির্বাচনে ভোট দেওয়া ও গণনা করা হয় কীভাবে
২৪ কোটি ভোটারের হাতে কমলা ও ট্রাম্পের ভাগ্য
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ