রাজধানীর মানিকনগরে তড়িতাহত হয়ে বিদ্যুৎকর্মী হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ডিপিডিসি (পিডিএসডি) প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. মাকসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এমপ্লয়ী রিলেশনস এন্ড ডিসিপ্লিন দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচ আর) নূর কামরুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং: ২৭.৮৭.০০০০.৪০৫.২৭.০২৩.২০.৫৭৯) মঙ্গলবার (২৯ অক্টোবর) তাঁকে বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, এনওসিএস মানিকনগর, ডিপিডিসি দপ্তরের আওতাধীন ১১ কেভি ওয়াসা বহির্গামী ফিডারে রেনোভেশন কাজে (DOG Conductor Change with MERLIN) বাস্তনায়নকালীন সময়ে তড়িতাহত হয়ে আহত ও নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে জনাব মোঃ মাকসুদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, প্রকল্প পরিচালক, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ডিপিডিসি-এর দপ্তর, ডিপিডিসি-কে DHAKA POWER DISTRIBUTION COMPANY LIMITED (EMPLOYEES) SERVICE RULES, 2017 এর 7.6 বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতঃ এক্সিকিউটিভ ডিরেক্টর (আডমিনিস্ট্রেইশন এন্ড এইচ আর), ডিপিডিসি দপ্তরে সংযুক্ত করা হলো।
সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। তার খোরপোষ ভাতা জিএম (এইচ আর), ডিপিডিসি দপ্তর থেকে পরিশোধ করা হবে। তিনি নিয়মিত দপ্তরে (সংযুক্ত দপ্তরে) উপস্থিত থাকবেন এবং দপ্তর প্রধানের অনুমতি ব্যতিরেকে কোথাও যাবেন না।
এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গত ২৪ অক্টোবর রাতে মানিকনগর ডিভিশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সিরাজ ও ওই ডিভিশনের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা কমপ্লেইন সুপারভাইজার (সিএস) মো. আলী আজম খানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর ২৮ অক্টোবর রাতে পিডিএসডি প্রকল্পের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহেদ মাহবুব ভূঞাকে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাজধানীর মানিকনগরে সঞ্চালনলাইনে কাজ করার সময় গত ২১ অক্টোবর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মী নিহত ও দুইজন আহত হন। বিদ্যুৎকর্মী হতাহতের ঘটনা নিয়ে বাংলা স্কুপের অনুসন্ধানী প্রতিবেদনের পর ২৯ অক্টোবর পর্যন্ত দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
মানুষের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না : বিদ্যুৎ উপদেষ্টা
ভিডিও : নিহত-আহত বিদ্যুৎকর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন উপদেষ্টা ফাওজুল কবির
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এমপ্লয়ী রিলেশনস এন্ড ডিসিপ্লিন দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচ আর) নূর কামরুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং: ২৭.৮৭.০০০০.৪০৫.২৭.০২৩.২০.৫৭৯) মঙ্গলবার (২৯ অক্টোবর) তাঁকে বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, এনওসিএস মানিকনগর, ডিপিডিসি দপ্তরের আওতাধীন ১১ কেভি ওয়াসা বহির্গামী ফিডারে রেনোভেশন কাজে (DOG Conductor Change with MERLIN) বাস্তনায়নকালীন সময়ে তড়িতাহত হয়ে আহত ও নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে জনাব মোঃ মাকসুদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, প্রকল্প পরিচালক, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ডিপিডিসি-এর দপ্তর, ডিপিডিসি-কে DHAKA POWER DISTRIBUTION COMPANY LIMITED (EMPLOYEES) SERVICE RULES, 2017 এর 7.6 বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতঃ এক্সিকিউটিভ ডিরেক্টর (আডমিনিস্ট্রেইশন এন্ড এইচ আর), ডিপিডিসি দপ্তরে সংযুক্ত করা হলো।
সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। তার খোরপোষ ভাতা জিএম (এইচ আর), ডিপিডিসি দপ্তর থেকে পরিশোধ করা হবে। তিনি নিয়মিত দপ্তরে (সংযুক্ত দপ্তরে) উপস্থিত থাকবেন এবং দপ্তর প্রধানের অনুমতি ব্যতিরেকে কোথাও যাবেন না।
এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গত ২৪ অক্টোবর রাতে মানিকনগর ডিভিশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সিরাজ ও ওই ডিভিশনের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা কমপ্লেইন সুপারভাইজার (সিএস) মো. আলী আজম খানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর ২৮ অক্টোবর রাতে পিডিএসডি প্রকল্পের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহেদ মাহবুব ভূঞাকে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাজধানীর মানিকনগরে সঞ্চালনলাইনে কাজ করার সময় গত ২১ অক্টোবর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মী নিহত ও দুইজন আহত হন। বিদ্যুৎকর্মী হতাহতের ঘটনা নিয়ে বাংলা স্কুপের অনুসন্ধানী প্রতিবেদনের পর ২৯ অক্টোবর পর্যন্ত দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
মানুষের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না : বিদ্যুৎ উপদেষ্টা
ভিডিও : নিহত-আহত বিদ্যুৎকর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন উপদেষ্টা ফাওজুল কবির