পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে এ ভূমিকম্প আঘাত হানে। তবে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটের দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার। সংস্থাটি বলেছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূমি থেকে ১২ মিটার গভীরে, যা পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ভবনধস কিংবা ক্ষয়ক্ষতির তথ্যও জানা যায়নি।
তবে ভূমিকম্পের সময়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ইসলামাবাদের এক বাসিন্দা জিও নিউজকে বলেন, ‘সেক্টর ১১ এলাকার যে ভবনে আমি থাকি, হঠাৎ দেখলাম ভবনটি ডানে-বামে দুলছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে বাইরে বের হলাম। তাৎক্ষণিকভাবে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ি।’
ভৌগলিকভাবে ভারতীয় ও ইউরাশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে পাকিস্তানের অবস্থান। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে।
এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ মানুষের প্রাণহানি হয়েছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি