শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-০৪-২০২৫ ০৩:০৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৫ ০৪:২৫:৩৮ অপরাহ্ন
ফাইল ছবি
প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।
কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার (৪৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
কোকোপো বিচ বাংলো রিসোর্টের রিসেপশনিস্ট ইমোনক অ্যাবেলিস বলেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দেশটিতে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। কারণ এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত।
এর আগে ২৪ মার্চ পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের পূর্ব সেপিক প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: এএফপি
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স