ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​অনুসন্ধানী কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসররা!

আপলোড সময় : ০১-১০-২০২৪ ০২:৩৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৫:৪৩:৪৫ অপরাহ্ন
​অনুসন্ধানী কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসররা!
বাংলা স্কুপ, ১ অক্টোবর :
এবার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে গঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। পরিষদ বলছে, এই অনুসন্ধানী কমিটিতে ফ্যাসিস্ট সরকারের দোসরদের স্থান দেওয়া হয়েছে।
পরিষদের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই দাবি সংবলিত চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের পক্ষ হতে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে এপিএসসিএলের বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়া, বিভিন্ন সময়ে বিতর্কিত নিয়োগ পুনর্বিবেচনা করা এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ ও শাস্তি প্রসঙ্গে বিভিন্ন অভিযোগসহ বিদ্যুৎ বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশে গত রোববার (২২ সেপ্টেম্বর) এপিএসসিএল কর্তৃপক্ষ অভিযোগসমূহের বিষয়ে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য ৫ সদস্যের কমিটি গঠন করে। 

এতে আরো বলা হয়, উক্ত অনুসন্ধানী কমিটির সদস্যদের নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কমিটির কয়েকজন সদস্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছে। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং স্থানীয় জনগণ তাদেরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
এ অবস্থায়  অনুসন্ধানী কমিটি থেকে বিতর্কিত সদস্যদের অব্যাহতি এবং বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের কমপক্ষে ২ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে অনুসন্ধানী কমিটি পুনর্গঠনের জোর দাবি জানানো হয় ওই চিঠিতে।
চিঠিটি রোববার (২৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়। এর একটি অনুলিপি প্রধান উপদেষ্টার দপ্তরেও পাঠানো হয়েছে বলে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।

প্রতিবেদক/এসকে

​'দুর্নীতির দায় বিদ্যুৎ সচিব এড়াতে পারেন না'
গিরগিটির মত রং পাল্টান যাঁরা!
অনিয়ম-দুর্নীতিতে অপ্রতিরোধ্য দুই প্রকৌশলী!
এপিএসসিএলের ৩ কর্মকর্তার দুর্নীতি তদন্তের নির্দেশ
ডেসকোর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের লুটপাটের টাকা ফিরিয়ে আনার দাবি

বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া প্রকল্প-টেন্ডার নয় : জ্বালানি উপদেষ্টা
'বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোমড় ভেঙে দেওয়া হয়েছে'
সুখবর দিলেন বিদ্যুৎ উপদেষ্টা
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ