বাংলা স্কুপ, ৩০ সেপ্টেম্বর ২০২৪:
ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতির দায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান এড়াতে পারেন না বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। তারা দুর্নীতিগ্রস্ত এই সচিবকে অব্যাহতি দিয়ে একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাকে ওই পদে নিয়োগের দাবি জানিয়েছে। পরিষদের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই দাবি সংবলিত চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আমরা বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের পক্ষ হতে পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ খাতে সংগঠিত বিভিন্ন দুর্নীতির অনুসন্ধানে বিদ্যুৎ সচিবের সংশ্লিষ্টতা দেখতে পাই। বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে যে হরিলুট হয়েছে তার দায় বর্তমান সচিব এড়াতে পারেন না। ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত সচিবের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিদ্যুৎ খাতে অসংখ্য আর্থিক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে আছেন।
চিঠিতে আরো বলা হয়, আমরা সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি এবং বিদ্যুৎ বিভাগ থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
চিঠিটি রোববার (২৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়। এর একটি অনুলিপি প্রধান উপদেষ্টার দপ্তরেও পাঠানো হয়েছে বলে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।