চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে ফুল উৎসবে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে লরিচালক, আনসার বাহিনী ও স্থানীয়দের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় রাত ২ টা পর্যন্ত বন্দর সড়কসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে লরি চালকেরা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গাড়ি পার্কিং ও কথা কাটাকাটির জের ধরে ৫০/৬০ জন লরিচালক সংঘবদ্ধ হয়ে ডিসি পার্কের গেট ও অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে তাদের প্রতিহত করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী লরিচালক মো. হাসেম বলেন, ডিসি পার্কের গেটে যানজটে একজন সিএনজি অটো রিকশা চালকের সাথে একজন লরিচালকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ডিসি পার্কের দায়িত্বরত আনসার সদস্যরা কয়েকজন লরিচালককে পার্কের ভেতরে নিয়ে আটকে রেখে মারধর করে। তখন বাইরে থাকা লরিচালকেরা সংঘবদ্ধ হয়ে ডিসি পার্কের অভ্যন্তরে হামলা ও ভাঙচুর চালায়। পরবর্তীতে স্থানীয় কিছু যুবক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে লরিচালকদের ওপরে পাল্টা আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন লরিচালক আহত হন। এই ঘটনার প্রতিবাদে লরি চালকেরা চট্টগ্রাম বন্দর সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরিচালক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় যাচাইপূর্বক বিস্তারিত জানা যাবে।
বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন