চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে ফুল উৎসবে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে লরিচালক, আনসার বাহিনী ও স্থানীয়দের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় রাত ২ টা পর্যন্ত বন্দর সড়কসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে লরি চালকেরা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গাড়ি পার্কিং ও কথা কাটাকাটির জের ধরে ৫০/৬০ জন লরিচালক সংঘবদ্ধ হয়ে ডিসি পার্কের গেট ও অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে তাদের প্রতিহত করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী লরিচালক মো. হাসেম বলেন, ডিসি পার্কের গেটে যানজটে একজন সিএনজি অটো রিকশা চালকের সাথে একজন লরিচালকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ডিসি পার্কের দায়িত্বরত আনসার সদস্যরা কয়েকজন লরিচালককে পার্কের ভেতরে নিয়ে আটকে রেখে মারধর করে। তখন বাইরে থাকা লরিচালকেরা সংঘবদ্ধ হয়ে ডিসি পার্কের অভ্যন্তরে হামলা ও ভাঙচুর চালায়। পরবর্তীতে স্থানীয় কিছু যুবক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে লরিচালকদের ওপরে পাল্টা আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন লরিচালক আহত হন। এই ঘটনার প্রতিবাদে লরি চালকেরা চট্টগ্রাম বন্দর সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরিচালক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় যাচাইপূর্বক বিস্তারিত জানা যাবে।
প্রত্যক্ষদর্শী লরিচালক মো. হাসেম বলেন, ডিসি পার্কের গেটে যানজটে একজন সিএনজি অটো রিকশা চালকের সাথে একজন লরিচালকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ডিসি পার্কের দায়িত্বরত আনসার সদস্যরা কয়েকজন লরিচালককে পার্কের ভেতরে নিয়ে আটকে রেখে মারধর করে। তখন বাইরে থাকা লরিচালকেরা সংঘবদ্ধ হয়ে ডিসি পার্কের অভ্যন্তরে হামলা ও ভাঙচুর চালায়। পরবর্তীতে স্থানীয় কিছু যুবক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে লরিচালকদের ওপরে পাল্টা আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন লরিচালক আহত হন। এই ঘটনার প্রতিবাদে লরি চালকেরা চট্টগ্রাম বন্দর সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরিচালক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় যা পরবর্তীতে সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় যাচাইপূর্বক বিস্তারিত জানা যাবে।
বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন