ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ওজোপাডিকো'য় এমডি নিয়োগ

যোগ্য প্রার্থীর অভাব, পুন:নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৪:৩৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৪:৩৭:৪১ অপরাহ্ন
যোগ্য প্রার্থীর অভাব, পুন:নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় পুনরায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং-২৭.০০.০০০০.০৮৮.১১.০০১.২০২৪.৮-29) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়।

পত্রে বলা হয়, ওজোপাডিকো'র ব্যবস্থাপনা পরিচালক পদে কোন নিয়োগযোগ্য প্রার্থী পাওয়া যায়নি। সার্বিক বিবেচনায় ওজোপাডিকো'র বোর্ড কর্তৃক সিদ্ধান্ত নিয়ে পুনরায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার এবং অন্তবর্তীকালীন উপযুক্ত একজন কর্মকর্তা-কে চলতি/রুটিন দায়িত্ব দেয়ার পরামর্শ প্রদান করা হলো।

গত ১২ ডিসেম্বর বাংলা স্কুপ ওজোপাডিকোর এমডি হতে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের দৌঁড়ঝাপ! শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এরপরই নড়েচড়ে বসে বিদ্যুৎবিভাগ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার এই পত্র জারি করল বিদ্যুৎ বিভাগ। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ