ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ওজোপাডিকোর এমডি হতে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের দৌঁড়ঝাপ!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১২-২০২৪ ০১:৩৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৪ ০১:৩৬:৩৫ অপরাহ্ন
​ওজোপাডিকোর এমডি হতে  আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের দৌঁড়ঝাপ!
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগে প্রার্থী বাছাইয়ের তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। এদের মধ্যে বেশ কয়েকজন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী প্রকৌশলী। রয়েছেন গোপালগঞ্জের প্রার্থীও। কেউ কেউ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ সহচর হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। কারো কারো বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ রয়েছে বলে জানা যায়। 
ওজোপাডিকো সূত্র জানায়, ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য ১৩ জনকে ডাকা হয়েছে। আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বিদ্যুৎ ভবনে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। 
নিয়োগ পরীক্ষায় যাঁদের ডাকা হয়েছে তাঁরা হলেন - ওজোপাডিকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন, ওজোপাডিকোর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. শামসুল আলম, আরইবির সাবেক সদস্য মো. আব্দুর রউফ মিয়া, পিডিবির সাবেক প্রকৌশলী এসএমএ আজিম, ডেসকোর সাবেক নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. জাকির হোসাইন, পিজিসিবির সাবেক প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ, ডেসকোর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রধান প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম, পিজিসিবির প্রধান প্রকৌশলী বিএম মিজানুল হাসান, পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী এম হজরত আলি, ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. রোকোনুজ্জামান, প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ও এসকে জাকিরউজ্জামান।
জানা যায়, ২০২১ সালে সেবা ক্রয় খাত দেখিয়ে এলসির মাধ্যমে বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিকাল কোম্পানি (বেসিকো) লিমিটেডের ৩০.৬৬ কোটি টাকা চীনের হেক্সিন কোম্পানিকে প্রেরণের মাধ্যমে পাচারের চেষ্টা করা হয়। তখন ওজোপাডিকোর বোর্ড চেয়ারম্যান তা আটকে দিয়ে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেন। যার পরিপ্রেক্ষিতে অনিয়মের দায়ে একজনকে সাময়িক বরখাস্ত করে থানায় মামলা করা হয় এবং দুদকেও অভিযোগ জমা দেওয়া হয়। সে সময় এই ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা ছিল বলে সূত্রের দাবি। সূত্র জানায়, পরবর্তীতে ওই টাকা ছাড় ও মামলা প্রত্যাহারের বিষয়ে দৌঁড়ঝাপ করা এক কর্তা ব্যক্তিও প্রার্থী তালিকায় রয়েছেন!
সূত্র জানায়, পিজিসিবির সাবেক প্রধান প্রকৌশলী ও পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী বিগত সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে নানাবিধ সুবিধা নিয়েছিলেন।  আরেক প্রার্থী আরইবির সাবেক সদস্যর বিরুদ্ধেও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও প্রার্থীদের মধ্যে আরো দুয়েকজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে। 
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এইচআর সূত্র জানায়, প্রার্থীদের কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক বোর্ড চেয়ারম্যানকে দিয়ে নিজেদের নামে ভাইভাকার্ড ইস্যু করিয়েছেন।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ফয়েজ আহাম্মদ বাংলা স্কুপকে বলেন, আমি নতুন বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে প্রার্থী বাছাইয়ের তালিকা আগের বোর্ড করেছে। তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিতর্কিত কয়েকজনের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো বিবেচনায় নিয়েই আমরা কাজ করব।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করে বিদ্যুৎ বিভাগে সুপারিশ পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।

বাংলা স্কুপ/বিশেষ প্র্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ