ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ ডিভিশনের কম্পিউটার অপারেটর হিসেবে ১৭ বছর ধরে কাজ করা সেই সুজন কুমার বিশ্বাসকে অবশেষে বদলি করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকালে ডিপিডিসির ম্যানেজার (এইচ আর) শারমিন রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়। ‘ডিপিডিসিতে গোপালগঞ্জের সুজনের দাপট এখনও কমেনি!’ শিরোনামে বাংলাস্কুপে সংবাদ প্রকাশের পরই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত এলো।
অফিস আদেশে জানানো হয়, ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ ডিভিশনের কম্পিউটার অপারেটর কাম কোঅর্ডিনেটর সুজন কুমার বিশ্বাসকে (আইডি নং- ২০৭৩২) স্মারক নং-২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০০৩.২০.২৯৯০ এর মাধ্যমে সিদ্ধিরগঞ্জ দপ্তর থেকে প্রধান কার্যালয়ের ডিজিএম (এইচ আর)-এর দপ্তরে বদলি করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে তাকে সেখানে যোগদান করতে বলা হয়েছে।
এইচআর সূত্র জানায়, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রোবাবর দুপুরে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমানের নির্দেশে সুজন কুমার বিশ্বাসকে শাস্তিমূলক বদলি করা হয়।
উল্লেখ্য, সুজন কুমার বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। পিতা বৈকুণ্ঠনাথ বিশ্বাস টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের দারোয়ান। এই পরিচয় বেচেই আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে দাঁপিয়ে বেরিয়েছেন সুজন। ঢাকায় বানিয়েছেন একাধিক প্লট ও ফ্ল্যাট, গ্রামে কিনেছেন অঢেল সম্পত্তি।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
ডিপিডিসিতে গোপালগঞ্জের সুজনের দাপট এখনও কমেনি!