ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ ডিভিশনের গ্রাহকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই সহকারী প্রকৌশলী মো: সলিম উল্লাহকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) ডিপিডিসির মানেজার (এইচ আর) মো. রইচ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ‘বিদ্যুতের গ্রাহককে জিম্মি করে কোটিপতি প্রকৌশলী সলিমুল্লাহ’ শিরোনামে বাংলাস্কুপে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরদিনই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলো।
অফিস আদেশ থেকে জানা যায়, সিদ্ধিরগঞ্জ ডিভিশনের সহকারী প্রকৌশলী মো: সলিম উল্লাহকে (পরিচিতি নং-১১৩১৪) সিদ্দিরগঞ্জ দপ্তর থেকে গ্রিড (নর্থ)-১ এর দপ্তরে বদলি করা হয়েছে। অফিস আদেশের স্মারক নং-২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০১১.২০.২৯৮৬। তাঁকে আগামী ৪ ডিসেম্বর বদলিকৃত নতুন দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিপিডিসির সিদ্ধিরগঞ্জের সহকারী প্রকৌশলী মো: সলিম উল্লাহ (আইডি নং-১১৩১৪) সেখানে কর্মরত ছিলেন প্রায় তিন বছর ধরে। তিনি ২০০৮ সালের ৩০ জুন ডেসার আমলে (ডিপিডিসি গঠনের পূর্বে) উপসহকারি প্রকৌশলী পদে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি পোস্তগোলা, গ্রিড সাউথ, গ্রিড সাউথ-১, পোস্তগোলা, ডিপিডিসির সচিব দপ্তর, পোস্তগোলা, গ্রিড সাউথ- ২ এ দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ১৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জ ডিভিশনে যোগ দেন।
উল্লেখ্য, ‘বিদ্যুতের গ্রাহককে জিম্মি করে কোটিপতি প্রকৌশলী সলিম উল্লাহ’ শিরোনামে বাংলাস্কুপে করা প্রতিবেদনে প্রকাশিত হয়-ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ ডিভিশনের গ্রাহকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ডিভিশনের আওতায় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ১৪০টি। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ মালিক এই চক্রের শিকার হচ্ছেন। বিল বকেয়া থাকলেই তাদেরকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেয়া হয় বিপুল অর্থ।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
বিদ্যুতের গ্রাহককে জিম্মি করে কোটিপতি প্রকৌশলী সলিম উল্লাহ