প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক
আপলোড সময় :
১৯-১০-২০২৪ ০৫:২০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৪ ০৫:২০:৩৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণ দাবি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত কর্মচারীদের সাত সদস্যের প্রতিনিধি দল। এ সময় যতদ্রুত সম্ভব তাদের দাবি আদায়ে কাজ করার আশ্বাস দিয়েছেন ড. ইউনূস।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যতদ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। সংস্কার কমিটির মাধ্যমে বা বিশেষ কমিটি কমিটি গঠনের মাধ্যমে দাবি আদায় করা। ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য করা হলে কঠোর ব্যবস্থা নেয়ারও কথা জানিয়েছেন তিনি।’
১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান আনিস।
চাকরি জাতীয়করণের দাবিতে সকাল ১০টা থেকে শাহবাগের আশপাশের এলাকা থেকে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে সহযোগে মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আউটসোর্সিং কর্মচারীরা। এ সময় বিভিন্ন দাবিতে শাহবাগে যোগ দেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডেসকো, পানি উন্নয়ন বোর্ড, বড়পুকুরিয়া কয়লা খনি, কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মচারীরা।
অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন। তাঁরা বলছেন- বিশৃঙ্খলা নয়, জীবন বাঁচাতেই তাদের এই কর্মসূচি। নতুন বাংলাদেশে ঠিকাদারের কাছ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়া হবে বলেও জানান তারা।
অবরোধের কারণে শাহবাগসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। শাহবাগ এলাকার হাসপাতালগুলোর রোগীদের স্বজন ও বেসরকারি অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স