
রাজশাহীতে প্রকাশ্যে দিনের বেলায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর দাবি, চোখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাই করা হয়। রোববার সকাল ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারার একটি সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত দিলীপ কুমার প্রামাণিক (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত দিলীপ কুমার প্রামাণিক জানান, তিনি রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিষ্ঠানের মালিক বিপুল কুমার ঘোষের নির্দেশে একটা ব্যাগে করে ১২ লাখ টাকা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সিরোইল বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন তিনি।
ঘোড়ামারা পোস্ট অফিসের সামনে দিয়ে ভেতরে পূর্বদিকের গলি বেয়ে সাগরপাড়া মূল সড়কে উঠার আগেই মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে দিলীপের চোখে মরিচের গুড়া নিক্ষেপ করে ও টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধ্বস্তাধ্বস্তিকালে কিছু টাকা ব্যাগ থেকে পড়ে যায়। টাকার ব্যাগ কেড়ে নিতে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে সাগরপাড়া মূল সড়কের দিকে চলে যায়।
দিলীপ বলেন, ‘ব্যাগে মোট ১২ লাখ টাকা ছিল। ধ্বস্তাধস্তির সময় দুই লাখ টাকা পড়ে যায়। বাকি ১০ লাখ টাকাসহ ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহাম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত দিলীপ কুমার প্রামাণিক (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত দিলীপ কুমার প্রামাণিক জানান, তিনি রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিষ্ঠানের মালিক বিপুল কুমার ঘোষের নির্দেশে একটা ব্যাগে করে ১২ লাখ টাকা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সিরোইল বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন তিনি।
ঘোড়ামারা পোস্ট অফিসের সামনে দিয়ে ভেতরে পূর্বদিকের গলি বেয়ে সাগরপাড়া মূল সড়কে উঠার আগেই মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে দিলীপের চোখে মরিচের গুড়া নিক্ষেপ করে ও টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধ্বস্তাধ্বস্তিকালে কিছু টাকা ব্যাগ থেকে পড়ে যায়। টাকার ব্যাগ কেড়ে নিতে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে সাগরপাড়া মূল সড়কের দিকে চলে যায়।
দিলীপ বলেন, ‘ব্যাগে মোট ১২ লাখ টাকা ছিল। ধ্বস্তাধস্তির সময় দুই লাখ টাকা পড়ে যায়। বাকি ১০ লাখ টাকাসহ ব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহাম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন