
প্রকৃতপক্ষে ঘটনাটি এমন হওয়ার কথা ছিল যে, বিড়াল দেখে ইঁদুর ভয়ে দ্রুত পালিয়ে গেছে। কিন্তু না, হলো তার উল্টোটা। বিড়ালকে চুপচাপ বসে থাকতে দেখে একটি ইঁদুর বিড়ালটির কাছে ঘুরাফেরা করতে শুরু করলো। তারপর তার মুখে, গালে এবং ঠোঁটে আদর করার চেষ্টা করলো। ইঁদুরের আদরে বিরক্ত বিড়াল। ভাবছেন ইঁদুরটাকে ধরে খেয়ে ফেললো? –না এমন ঘটনাও ঘটেনি। বিড়ালটি ইঁদুরকে থাবা দিয়ে ধরে পাশে সরিয়ে রেখে দিলো। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
‘সোবাত_সেমেস্টা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হযেছে। ভিডিওটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। চার হাজরের বেশি লাইক পড়েছে ভিডিওতে। এক নেটিজেন ভিডিওর ইঁদুর আর বিড়ালকে টম অ্যান্ড জেরি বলে মন্তব্য করেছেন। ভিডিওতে শেষ পর্যন্ত দেখা গেলো বিড়ালটি ইঁদুরকে থাবা দিয়ে দূরে সরিয়ে দিলেও ইঁদুরটি আবার ফিরে আসে। এবং বিড়ালকে আদর করার চেষ্টা করে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
‘সোবাত_সেমেস্টা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হযেছে। ভিডিওটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। চার হাজরের বেশি লাইক পড়েছে ভিডিওতে। এক নেটিজেন ভিডিওর ইঁদুর আর বিড়ালকে টম অ্যান্ড জেরি বলে মন্তব্য করেছেন। ভিডিওতে শেষ পর্যন্ত দেখা গেলো বিড়ালটি ইঁদুরকে থাবা দিয়ে দূরে সরিয়ে দিলেও ইঁদুরটি আবার ফিরে আসে। এবং বিড়ালকে আদর করার চেষ্টা করে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন