
গুরুতর তিন অভিযোগের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ৩ সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালায়।
এ প্রসঙ্গে দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থার্ড ডিভিশনের দল বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। বিপিএলের টিকিট বিক্রি নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত মোট আট আসরে বিক্রি হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা। অথচ শুধু ১১তম আসরে বিক্রি হয়েছে ১৩ কোটি টাকা। সেজন্য প্রথম দুই আসরের নথিপত্র সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানায় দুদক।
এছাড়া মুজিব শতবর্ষের বিপিএলেও দুর্নীতির অভিযোগে রয়েছে। ওই আসরের জন্যে বরাদ্দ ছিলো ১৫ কোটি টাকা, কিন্তু খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
এ প্রসঙ্গে দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থার্ড ডিভিশনের দল বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। বিপিএলের টিকিট বিক্রি নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত মোট আট আসরে বিক্রি হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা। অথচ শুধু ১১তম আসরে বিক্রি হয়েছে ১৩ কোটি টাকা। সেজন্য প্রথম দুই আসরের নথিপত্র সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানায় দুদক।
এছাড়া মুজিব শতবর্ষের বিপিএলেও দুর্নীতির অভিযোগে রয়েছে। ওই আসরের জন্যে বরাদ্দ ছিলো ১৫ কোটি টাকা, কিন্তু খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে