
গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে ও ইসরাইলে থাকা বন্দিদের মুক্তি দেয়া হলে হামাস সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ নেতা।
সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
১৮ মাস ধরে ইসরাইলি বোমাবর্ষণে বিধ্বস্ত অবরুদ্ধ অঞ্চলে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর। কাতারের সঙ্গে বর্তমানে কায়রোতে আলোচনায় রয়েছে হামাস।
তাহের নামে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, বন্দি বিনিময় চুক্তি, যুদ্ধের অবসান, গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার ও মানবিক সাহায্য প্রবেশের অনুমতির বিনিময়ে আমরা সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরাইল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে।
হামাসের ওই নেতা বলেন, বিষয়টি বন্দিদের সংখ্যা নয়, বরং সমস্যাটি হলো দখলদাররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে। যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই হামাস দখলদার ইসরাইলকে চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য নিশ্চয়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
এদিকে সোমবার ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেয়া হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
১৮ মাস ধরে ইসরাইলি বোমাবর্ষণে বিধ্বস্ত অবরুদ্ধ অঞ্চলে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর। কাতারের সঙ্গে বর্তমানে কায়রোতে আলোচনায় রয়েছে হামাস।
তাহের নামে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, বন্দি বিনিময় চুক্তি, যুদ্ধের অবসান, গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার ও মানবিক সাহায্য প্রবেশের অনুমতির বিনিময়ে আমরা সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরাইল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে।
হামাসের ওই নেতা বলেন, বিষয়টি বন্দিদের সংখ্যা নয়, বরং সমস্যাটি হলো দখলদাররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে। যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই হামাস দখলদার ইসরাইলকে চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য নিশ্চয়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
এদিকে সোমবার ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেয়া হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে