
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।’ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
দেশের আইন-শৃঙ্খলা আগের চেয়ে আরো উন্নতি হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে আমাদের থানাগুলোর নিজস্ব অনেক হাতিয়ার হারিয়েছে। এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে। হারানো হাতিয়ার উদ্ধার হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে।’
সাম্প্রতিক সময়ে সিলেট ও খুলনার মব ঠেকাতে সরকার ব্যর্থ, বিএনপির এমন মন্তব্যের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘কিছু ঘটনা ঘটবে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার নিয়েছি কি না? যে জায়গায় ঘটনা ঘটেছে, আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।’
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
দেশের আইন-শৃঙ্খলা আগের চেয়ে আরো উন্নতি হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে আমাদের থানাগুলোর নিজস্ব অনেক হাতিয়ার হারিয়েছে। এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে। হারানো হাতিয়ার উদ্ধার হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে।’
সাম্প্রতিক সময়ে সিলেট ও খুলনার মব ঠেকাতে সরকার ব্যর্থ, বিএনপির এমন মন্তব্যের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘কিছু ঘটনা ঘটবে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার নিয়েছি কি না? যে জায়গায় ঘটনা ঘটেছে, আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।’
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে