
হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এবার হজযাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে ২০০ চিকিৎসক-নার্স ও ১ কোটি টাকার ওষুধ নেয়া হচ্ছে। তিনি বলেন, হজ যাত্রীদের জন্য এখনো বাড়িভাড়া ও পরিবহন ঠিক না করায় ৯টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বছর ৫ হাজার ২০০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন। তবে হজ এজেন্সিগুলোর অবহেলার কারণে ১০ হাজার ৪৮৭ জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শংকা দেখা দিয়েছে। এ ঘটনায় এসব এজেন্সিকে সমস্যার সমাধানে বারবার তাগাদা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এবার হজযাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে ২০০ চিকিৎসক-নার্স ও ১ কোটি টাকার ওষুধ নেয়া হচ্ছে। তিনি বলেন, হজ যাত্রীদের জন্য এখনো বাড়িভাড়া ও পরিবহন ঠিক না করায় ৯টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বছর ৫ হাজার ২০০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন। তবে হজ এজেন্সিগুলোর অবহেলার কারণে ১০ হাজার ৪৮৭ জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শংকা দেখা দিয়েছে। এ ঘটনায় এসব এজেন্সিকে সমস্যার সমাধানে বারবার তাগাদা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে