
ফুটবল জগতের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও এরই মধ্যে বেশ খ্যাতি জুটেছে তার। নানা ধরনের ব্যবসার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রোনালদোর হোটেল ব্যবসাও করছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। বিভিন্ন সময় বিলাসবহুল হোটেল ব্যবসার কারণে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি।
সম্প্রতি তার মালিকানাধীন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত শনিবার (৫ এপ্রিল) মরক্কোর মারাকেশে রোনালদোর হোটেল ‘‘পেস্তানা সিআর সেভেন’’-এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ সংবাদপত্র আ বোলা। তবে অগ্নিনির্বাপণ দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও জানায় তারা।
এদিকে মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, আগুন লাগাটির ঘটনাটি খুব বেশি বড় ছিল না। পাশাপাশি হোটেলের কর্মকর্তা-কর্মচারী এবং ইমার্জেন্সি দলও বেশ দ্রুততার সঙ্গে আগুন নেভাতে সক্ষম হয়। যে কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়াও থামানো গেছে। তা ছাড়া এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।
উল্লেখ্য, মরক্কোর মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সবমিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে প্রতিবেদনে জানা যায়।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
সম্প্রতি তার মালিকানাধীন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত শনিবার (৫ এপ্রিল) মরক্কোর মারাকেশে রোনালদোর হোটেল ‘‘পেস্তানা সিআর সেভেন’’-এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ সংবাদপত্র আ বোলা। তবে অগ্নিনির্বাপণ দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও জানায় তারা।
এদিকে মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, আগুন লাগাটির ঘটনাটি খুব বেশি বড় ছিল না। পাশাপাশি হোটেলের কর্মকর্তা-কর্মচারী এবং ইমার্জেন্সি দলও বেশ দ্রুততার সঙ্গে আগুন নেভাতে সক্ষম হয়। যে কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়াও থামানো গেছে। তা ছাড়া এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।
উল্লেখ্য, মরক্কোর মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সবমিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে প্রতিবেদনে জানা যায়।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে