বাংলা স্কুপ, ৫ অক্টোবর:
দেশের প্রত্যেকটি ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
শনিবার (৫ অক্টোবর)জাতীয় প্রেসক্লাবে এই মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ বলেন, ছাত্রজনতাই এদেশের রক্ষা কবজ। আমাদের প্রত্যেকটি ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে আর কেউ আমাদের সাথে টক্কর দিতে পারবে না।
অন্তবর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, এই সরকারের অনেকেই বিপ্লবের চেতনাকে ধারণ করেন না। যাঁরা এই সরকারে আছে, তাঁরা জ্ঞানী ও গুণী মানুষ। কিন্তু তাঁরা রাজনৈতিক না। তাঁরা প্রশাসন চালাতে পারদর্শী না। যাঁরা এই বিপ্লবের সাথে জড়িত, তাঁদের সাথে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ।
এই ‘দুর্বল সরকার’ পাহাড়ে শান্তি ফেরাতে পারবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এ জন্য দরকার একটা গণতান্ত্রিক সরকার।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বন্ধুত্বের হাত সর্বদা জামায়াতের জন্য বাড়ানো আছে। যতটুকু দূরত্ব তৈরি হয়েছে, জাতীয় স্বার্থে আবার মিলিত হওয়া যাবে।
প্রতিবেদক/এসকে
দেশের প্রত্যেকটি ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
শনিবার (৫ অক্টোবর)জাতীয় প্রেসক্লাবে এই মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ বলেন, ছাত্রজনতাই এদেশের রক্ষা কবজ। আমাদের প্রত্যেকটি ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে আর কেউ আমাদের সাথে টক্কর দিতে পারবে না।
অন্তবর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, এই সরকারের অনেকেই বিপ্লবের চেতনাকে ধারণ করেন না। যাঁরা এই সরকারে আছে, তাঁরা জ্ঞানী ও গুণী মানুষ। কিন্তু তাঁরা রাজনৈতিক না। তাঁরা প্রশাসন চালাতে পারদর্শী না। যাঁরা এই বিপ্লবের সাথে জড়িত, তাঁদের সাথে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ।
এই ‘দুর্বল সরকার’ পাহাড়ে শান্তি ফেরাতে পারবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এ জন্য দরকার একটা গণতান্ত্রিক সরকার।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বন্ধুত্বের হাত সর্বদা জামায়াতের জন্য বাড়ানো আছে। যতটুকু দূরত্ব তৈরি হয়েছে, জাতীয় স্বার্থে আবার মিলিত হওয়া যাবে।
প্রতিবেদক/এসকে