
গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ লক্ষ্যে পরস্পরকে সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সূচনা বক্তব্যে, উপস্থিত সবার পক্ষ থেকে দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।
এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ করেন। দীর্ঘদিন পর নেতাকর্মীদের সবাইকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, নেতাকর্মীদের এতো ত্যাগ-সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর যে ভোটের অধিকার সকলে মিলে তা প্রতিষ্ঠিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া চান বিএনপি চেয়ারপারসন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
সোমবার (৩১ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সূচনা বক্তব্যে, উপস্থিত সবার পক্ষ থেকে দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।
এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ করেন। দীর্ঘদিন পর নেতাকর্মীদের সবাইকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, নেতাকর্মীদের এতো ত্যাগ-সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর যে ভোটের অধিকার সকলে মিলে তা প্রতিষ্ঠিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া চান বিএনপি চেয়ারপারসন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে