
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি জটিল সমীকরণের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, তাই সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ১১ পরিবারের মধ্যে ঈদ উপহার ও আর্থিক অনুদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি।
এসময় বুলু বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবারের আত্মীয়-স্বজন দেশে যে পরিমাণ অনিয়ম, দুর্নীতি করেছে তার বিচার এ বাংলার মাটিতে হবে। যারা আওয়ামী লীগকে দাঁড় করানো ও তাদের পক্ষ কথা বলবে, তারা ১৮ কোটি মানুষের শত্রু বলে বিবেচিত হবে।
তিনি বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই এবং এ দেশে জঙ্গিবাদের উত্থান হবে না। বিএনপি গণতান্ত্রিক পন্থায়ে দেশ পরিচালনা করতে চায়।
চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ প্রমুখ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
শনিবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ১১ পরিবারের মধ্যে ঈদ উপহার ও আর্থিক অনুদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি।
এসময় বুলু বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবারের আত্মীয়-স্বজন দেশে যে পরিমাণ অনিয়ম, দুর্নীতি করেছে তার বিচার এ বাংলার মাটিতে হবে। যারা আওয়ামী লীগকে দাঁড় করানো ও তাদের পক্ষ কথা বলবে, তারা ১৮ কোটি মানুষের শত্রু বলে বিবেচিত হবে।
তিনি বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই এবং এ দেশে জঙ্গিবাদের উত্থান হবে না। বিএনপি গণতান্ত্রিক পন্থায়ে দেশ পরিচালনা করতে চায়।
চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ প্রমুখ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে