​দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৭:৩৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:১২:০৯ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে আগামী ১৫ দিনের মধ্যে পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল গঠিত হয়েছে, সেহেতু ছাত্ররা উপদেষ্টা পদে থাকতে পারেন না। সরকার এ দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, নগ্ন পক্ষপাত করেছে। এ সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা যায় না।

তিনি আরও বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।

এ ছাড়া সরকারের উপদেষ্টা, সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগে তদবিরের কঠোর সমালোচনা করে গণঅধিকার পরিষদ নেতারা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :