মহাকাশে ৮টি স্যাটেলাইট পাঠালো চীন

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৭:০৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:০৭:৪৩ অপরাহ্ন
চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরও আটটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। বেইজিং সময় বিকাল ৪টা ৭ মিনিটে সেরেস-১ ক্যারিয়ার রকেটের মাধ্যমে ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

এ মিশনের মাধ্যমে আরও দুটি স্যাটেলাইট এয়ারস্যাট ০৬ ও ০৭ উৎক্ষেপণ করা হয়। এটি ছিল সেরেস-১ ক্যারিয়ার রকেটের ১৮তম ফ্লাইট। স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ এবং আয়নোস্ফিয়ারের ইলেকট্রন ঘনত্বের তথ্য সংগ্রহ করতে সক্ষম।এই স্যাটেলাইটপুঞ্জের লক্ষ্য হলো একটি রিয়েল-টাইম বায়ুমণ্ডলীয় ও আয়নোস্ফিয়ার পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, যা বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস এবং শিল্পখাতে প্রয়োগ করা যাবে।

অন্যদিকে, বেইজিং-ভিত্তিক রকেট কোম্পানি গ্যালাকটিক এনার্জি এখন পর্যন্ত ১৭টি সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। তাদের সর্বশেষ মিশনটি ছিল ২০২৫ সালে চীনের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ। সূত্র: সিএমজি

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :