এক বছরে উধাও ৮০০ কিশোরী!

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১২:৪৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০১:২৩:১৩ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় নাবালিকাদের নিখোঁজ এবং বাল্যবিবাহের ঘটনা ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে। জাতীয় মহিলা কমিশনের (NCW) পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে শুধুমাত্র হুগলি জেলা থেকেই নিখোঁজ হয়েছে ৮০০-এর বেশি নাবালিকা! মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণেই এই প্রবণতা বাড়ছে বলে মনে করছে কমিশন।

পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে শুধুমাত্র হুগলি জেলা থেকেই নিখোঁজ হয়েছে ৮০০-এর বেশি নাবালিকা! মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণেই এই প্রবণতা বাড়ছে বলে মনে করছে কমিশন।

সোমবার চুঁচুড়ার সার্কিট হাউসে হুগলি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। উপস্থিত ছিলেন হুগলির অতিরিক্ত জেলা শাসক (ডেভেলপমেন্ট), গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের তরফে জানানো হয়, হুগলির গ্রামীণ অঞ্চলেই নাবালিকা নিখোঁজের ঘটনা বেশি।

কমিশনের বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত মোবাইল ব্যবহারের জেরেই নাবালিকাদের নিখোঁজ হওয়ার হার বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব, ব্ল্যাকমেলিং বা প্রতারণার ফাঁদে পা দিয়ে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে পাচার চক্রের হাতেও তারা ধরা পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :