​গ্রিন কার্ড থাকলেও যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকাল থাকা যাবে না

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৯:১২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৯:১৭:০০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দেশটির অভিবাসন নীতিতে পরিবর্তনের দাবি জানিয়েছেন। তার মতে, গ্রিন কার্ড থাকলেই অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অধিকার নিশ্চিত হয় না। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ‘গোল্ড কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

গ্রিন কার্ডধারীদের জন্য নতুন নিয়ম আসছে? 
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, গ্রিন কার্ডধারীরা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি, ট্রাম্প প্রশাসন কঠোর শুল্ক নীতি বাস্তবায়ন করছে এবং জন্মগত নাগরিকত্ব আইন পরিবর্তন নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।

‘গোল্ড কার্ড’ পেতে গুনতে হবে ৬০ কোটি টাকা
নতুন অভিবাসন নীতির আওতায় ‘গোল্ড কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে নাগরিকত্ব পেতে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) বিনিয়োগ করতে হবে।

ইবি-৫ প্রোগ্রামের ভবিষ্যৎ অনিশ্চিত
বিশেষজ্ঞদের মতে, নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে বর্তমানে চলমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর ওপর প্রভাব পড়তে পারে। এই প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ পান। ধারণা করা হচ্ছে, নতুন নিয়ম কার্যকর হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ বন্ধ হয়ে যেতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :