
ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮০০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, জাহাজ দুটির মধ্যে একটি এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম থেকে ‘জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট)’ চুক্তির আওতায় ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। আর অন্যটি এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে।
চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে জানিয়ে খাদ্য মন্ত্রণালয় বলেছে, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন/এসকে
মন্ত্রণালয় জানায়, জাহাজ দুটির মধ্যে একটি এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম থেকে ‘জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট)’ চুক্তির আওতায় ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। আর অন্যটি এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে।
চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে জানিয়ে খাদ্য মন্ত্রণালয় বলেছে, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/ এনআইএন/এসকে