রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:১১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০১:৫৪:২২ অপরাহ্ন
রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর দেশটি এ সিদ্ধান্ত নেয়।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত মার্কিন-ইউক্রেন আলোচনার পর কিয়েভ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে প্রস্তুত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি রাশিয়ার কাছে এ প্রস্তাব উপস্থাপন করবেন এবং এখন সিদ্ধান্ত নেওয়ার পালা মস্কোর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর।

এ বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও নিরাপত্তা সহায়তা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এর আগে ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডার জেরে ওয়াশিংটন এসব কার্যক্রম স্থগিত রেখেছিল।

মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে সংবাদ সম্মেলনে মার্কো রুবিও আশাবাদ প্রকাশ করেন, রাশিয়া এ প্রস্তাব গ্রহণ করবে। তিনি বলেন, ইউক্রেন গুলিবর্ষণ বন্ধ করে আলোচনা করতে প্রস্তুত, এখন রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জেদ্দায় গঠনমূলক আলোচনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়াকে হয় যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধ চালিয়ে যেতে তার ইচ্ছা প্রকাশ করতে হবে। এখন সত্য প্রকাশের সময়।

এখনও রাশিয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, ওয়াশিংটনের কাছ থেকে আলোচনার ফলাফল জানার পর তারা এ বিষয়ে বিবৃতি দেবে।

সূত্র : বিবিসি

 বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :