
তিন মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিত করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে আগামী ৫ সপ্তাহের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবেন তাঁরা
শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে চিকিৎসকদের কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, আগামী ১২ সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারী চিকিৎসকরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।
সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সেখানে উপস্থিত হয়ে চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেন এবং কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা কর্মবিরতি স্থগিত করেন।
এর আগে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে মৌন মিছিলে সমবেত হন চিকিৎসকরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে চিকিৎসকদের কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, আগামী ১২ সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারী চিকিৎসকরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।
সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সেখানে উপস্থিত হয়ে চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেন এবং কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা কর্মবিরতি স্থগিত করেন।
এর আগে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে মৌন মিছিলে সমবেত হন চিকিৎসকরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে