
প্রথমবারের মতো মক্কার পবিত্র মসজিদুল হারামের আঙিনায় ওমরাহযাত্রীদের জন্য চুল কাটার ব্যবস্থা করা করেছে সৌদি আরব। এর মাধ্যমে ওমরাহযাত্রীরা সহজেই ইহরাম থেমে মুক্ত হতে পারবেন।
গত ২ মার্চ পরীক্ষামূলক এ পরিষেবা চালু করেছে পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগ। খবর সৌদি গেজেটের।
সৌদি সংবাদমাধ্যমে বলা হয়, এ পরিষেবার মাধ্যমে পুরুষ ওমরাযাত্রীরা নির্দিষ্ট স্থানে চুল মুণ্ডানো বা ছাঁটাই করতে পারবে। মারওয়া এলাকার বিপরীতে পাঁচটি স্থানে এ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এসব স্থানে জীবাণুমুক্ত সরঞ্জাম দিয়ে বিশেষ যানে করে পরিষেবা দেওয়া হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
গত ২ মার্চ পরীক্ষামূলক এ পরিষেবা চালু করেছে পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগ। খবর সৌদি গেজেটের।
সৌদি সংবাদমাধ্যমে বলা হয়, এ পরিষেবার মাধ্যমে পুরুষ ওমরাযাত্রীরা নির্দিষ্ট স্থানে চুল মুণ্ডানো বা ছাঁটাই করতে পারবে। মারওয়া এলাকার বিপরীতে পাঁচটি স্থানে এ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এসব স্থানে জীবাণুমুক্ত সরঞ্জাম দিয়ে বিশেষ যানে করে পরিষেবা দেওয়া হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে