
অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ‘যশোর হত্যাকাণ্ড দিবসে’ আলোচকরা বলেছেন, ‘উদীচী ট্র্যাজেডি মামলার পুনঃতদন্ত করে দোষীদের বিচার করতে হবে। বর্তমান সরকার স্বল্পমেয়াদি হলেও রাজনৈতিক দলের সরকার নয়। সেই কারণে আমরা তাদের কাছে প্রত্যাশা করি, তারা যেন উদীচী মামলাটির পুনঃতদন্ত করে, যাতে সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার না হন।’ উদীচী ট্র্যাজেডির ২৬ বছর উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
আলোচকরা বলেন, ‘১৯৯৯ সালের ৬ মার্চ যে নারকীয় ঘটনা ঘটে, তখন বাঙালি সংস্কৃতির দাবিদার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিন্তু মামলায় যাদের আসামি করা হয় তারা তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের। এরপর ক্ষমতার পালাবদল হলে সেই সময়কার সরকার তাদের লোকজনকে বেকসুর করে প্রতিপক্ষকে ঘায়েল করতে সচেষ্ট হয়।’ নেতৃবৃন্দ উষ্মা প্রকাশ করে বলেন, ‘এই ২৬ বছর ধরে আমরা শুধু বিচার চেয়ে আসছি। আর ক্ষমতায় থাকা লোকজন তাদের ফায়দা লোটার হাতিয়ার করেছে মামলাটিকে।’
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, সংগঠনের উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি, রজিবুল ইসলাম টিলন, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, শৈলেশ কুমার রায়, সোমেশ মুখার্জি, সুকান্ত দাস, নওরোজ আলম খান প্রমুখ।
এর আগে, সকাল সাড়ে ১০টায় শহরের টাউন হল ময়দানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উদীচী ট্র্যাজেডির কর্মসূচির সূচনা হয়। উদীচী কেন্দ্রীয় সংসদ, উদীচী যশোর সংসদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, সিপিবি যশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া সন্ধ্যা সোয়া ৭টায় একই স্থানে মোমবাতি প্রজ্বালন করা হবে জানানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
আলোচকরা বলেন, ‘১৯৯৯ সালের ৬ মার্চ যে নারকীয় ঘটনা ঘটে, তখন বাঙালি সংস্কৃতির দাবিদার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিন্তু মামলায় যাদের আসামি করা হয় তারা তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের। এরপর ক্ষমতার পালাবদল হলে সেই সময়কার সরকার তাদের লোকজনকে বেকসুর করে প্রতিপক্ষকে ঘায়েল করতে সচেষ্ট হয়।’ নেতৃবৃন্দ উষ্মা প্রকাশ করে বলেন, ‘এই ২৬ বছর ধরে আমরা শুধু বিচার চেয়ে আসছি। আর ক্ষমতায় থাকা লোকজন তাদের ফায়দা লোটার হাতিয়ার করেছে মামলাটিকে।’
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, সংগঠনের উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি, রজিবুল ইসলাম টিলন, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, শৈলেশ কুমার রায়, সোমেশ মুখার্জি, সুকান্ত দাস, নওরোজ আলম খান প্রমুখ।
এর আগে, সকাল সাড়ে ১০টায় শহরের টাউন হল ময়দানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উদীচী ট্র্যাজেডির কর্মসূচির সূচনা হয়। উদীচী কেন্দ্রীয় সংসদ, উদীচী যশোর সংসদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, সিপিবি যশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া সন্ধ্যা সোয়া ৭টায় একই স্থানে মোমবাতি প্রজ্বালন করা হবে জানানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে