
রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ তাঁকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শিশির মনির।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ২ মার্চ ২০২৫ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিবের স্বাক্ষরিত বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়। সেখানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শকসহ অন্যদের সঙ্গে একইরকম তুলনা করা হয়েছে। হাইকোর্টের বিচারকদের তারও পরে নিচে নামিয়ে সরকারের সিনিয়র সচিব, সচিবদের সঙ্গে রাখা হয়েছে।
শিশির মনির আরো জানান, আপিল বিভাগের বিচারপতিকেও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সমমানে প্লেস করা হয়েছে। ২০২০ সালে যে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে, তার সবকিছুকে ভায়োলেট করে ওই নির্দেশিকা জারি করা হয়েছে।
তিনি বলেন, এই নির্দেশিকাটিকে আমরা আদালতের নজরে নিয়ে এসেছি। আমাদের এবং সিনিয়র আইনজীবীদের কথা শুনে আদালত কেন এই মেমোটিকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে একটি সুয়োমোটো রুল জারি করেন। এই তিন মাসের জন্য এই মেমোটিকে স্থগিত করে দিয়েছেন। একইসঙ্গে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে আগামী ১৮ মার্চ স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শিশির মনির।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ২ মার্চ ২০২৫ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিবের স্বাক্ষরিত বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়। সেখানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শকসহ অন্যদের সঙ্গে একইরকম তুলনা করা হয়েছে। হাইকোর্টের বিচারকদের তারও পরে নিচে নামিয়ে সরকারের সিনিয়র সচিব, সচিবদের সঙ্গে রাখা হয়েছে।
শিশির মনির আরো জানান, আপিল বিভাগের বিচারপতিকেও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সমমানে প্লেস করা হয়েছে। ২০২০ সালে যে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে, তার সবকিছুকে ভায়োলেট করে ওই নির্দেশিকা জারি করা হয়েছে।
তিনি বলেন, এই নির্দেশিকাটিকে আমরা আদালতের নজরে নিয়ে এসেছি। আমাদের এবং সিনিয়র আইনজীবীদের কথা শুনে আদালত কেন এই মেমোটিকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে একটি সুয়োমোটো রুল জারি করেন। এই তিন মাসের জন্য এই মেমোটিকে স্থগিত করে দিয়েছেন। একইসঙ্গে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে আগামী ১৮ মার্চ স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে