ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০১:৪৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০১:৪৩:৫৮ অপরাহ্ন
সবক্ষেত্রে নিয়োগে সমতাসহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ করে এর প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শুরু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পর্যন্ত উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। এসবের বিরোধিতা করেন তারা।

তারা বলেন, ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চায় শিক্ষার্থীরা। পিএসসি, ইউজিসিসহ সবকিছুর পুর্নগঠন দাবি করেন আন্দোলনকারীরা।এর আগে গত মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :