
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিগ টিকিটের ২০ মিলিয়ন দিরহাম জিতলেন বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪)। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ কোটি টাকা।
দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাজ নির্মাণ কর্মী জাহাঙ্গীর আলম সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত আবুধাবি বিগ টিকিট ড্রয়ে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন।
৪৪ বছর বয়সী জাহাঙ্গীর আলম গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। তার পরিবার দেশে থাকেন। গত তিন বছরে তিনি বড় টিকিট ড্র-তে অংশ নিয়েছেন, প্রতি মাসে বিগ টিকিট কেনার জন্য গড়ে তোলা ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে আছেন তিনি।
জাহাঙ্গীর জানান, বিগ টিকিট থেকে যখন কল আসে তখন আমি নামাজে ছিলাম। সংবাদটি আমার এক বন্ধুর কাছ থেকে পেয়ে আমি আনন্দে অভিভূত হয়েছি। তবে এই জয়টি সত্যিই বিশেষ অর্থ বহন করে। যা কেবল আমার নয়, এটি আমার ও আমার ১৪ বন্ধুর এবং তাদের পরিবারের ভাগ্য বদলে দিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারির বিগ টিকিটের র্যাফেলে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী আশিক পটিনহারথ জাহাঙ্গীরের এই বিজয়ী টিকিটটি তুলেছেন। জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর বন্ধুদের সাথে দুবাইতে একটি ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাজ নির্মাণ কর্মী জাহাঙ্গীর আলম সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত আবুধাবি বিগ টিকিট ড্রয়ে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন।
৪৪ বছর বয়সী জাহাঙ্গীর আলম গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। তার পরিবার দেশে থাকেন। গত তিন বছরে তিনি বড় টিকিট ড্র-তে অংশ নিয়েছেন, প্রতি মাসে বিগ টিকিট কেনার জন্য গড়ে তোলা ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে আছেন তিনি।
জাহাঙ্গীর জানান, বিগ টিকিট থেকে যখন কল আসে তখন আমি নামাজে ছিলাম। সংবাদটি আমার এক বন্ধুর কাছ থেকে পেয়ে আমি আনন্দে অভিভূত হয়েছি। তবে এই জয়টি সত্যিই বিশেষ অর্থ বহন করে। যা কেবল আমার নয়, এটি আমার ও আমার ১৪ বন্ধুর এবং তাদের পরিবারের ভাগ্য বদলে দিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারির বিগ টিকিটের র্যাফেলে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী আশিক পটিনহারথ জাহাঙ্গীরের এই বিজয়ী টিকিটটি তুলেছেন। জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর বন্ধুদের সাথে দুবাইতে একটি ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে