
যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আলোচনায় অংশ নেওয়ার পরপরই রোববার (২ মার্চ) তিনি ইউক্রেনের ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বিবৃতিতে বলা হয়েছে, রাজা পূর্ব ইংল্যান্ডে তাঁর স্যান্ড্রিংহাম হাউস এস্টেটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভ্যর্থনা জানান। আলোচনা শেষ হওয়ার পর জেলেনস্কি লন্ডন থেকে হেলিকপ্টারে করে উড়ে স্যান্ড্রিংহাম হাউস এস্টেটে যান।
ইউক্রেন নিয়ে আলোচনা করতে রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন তাঁরা। তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এটা করতে চান ইউরোপের নেতারা। এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
সূত্র: এএফপি
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আলোচনায় অংশ নেওয়ার পরপরই রোববার (২ মার্চ) তিনি ইউক্রেনের ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বিবৃতিতে বলা হয়েছে, রাজা পূর্ব ইংল্যান্ডে তাঁর স্যান্ড্রিংহাম হাউস এস্টেটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভ্যর্থনা জানান। আলোচনা শেষ হওয়ার পর জেলেনস্কি লন্ডন থেকে হেলিকপ্টারে করে উড়ে স্যান্ড্রিংহাম হাউস এস্টেটে যান।
ইউক্রেন নিয়ে আলোচনা করতে রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন তাঁরা। তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এটা করতে চান ইউরোপের নেতারা। এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
সূত্র: এএফপি
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে