
রংপুর নগরীর সরকার পাড়া গ্রামে রেললাইন থেকে আব্দুস ছালাম (৭০) নামে এক বৃদ্ধের পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) দুপুরে ওই গ্রামের আমতলী রেললাইনের ওপর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ নগরীর উত্তর বাবু খাঁ এলাকার মৃত ইফাজ উদ্দিনের পুত্র। নিহতের পরিবার বলছে, আব্দুস ছালাম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আমতলী রেললাইনের ওপর থেকে আব্দুল সালাম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মারা গেছে, বিষয়টি এখনও পরিষ্কার নয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
সোমবার (৩ মার্চ) দুপুরে ওই গ্রামের আমতলী রেললাইনের ওপর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ নগরীর উত্তর বাবু খাঁ এলাকার মৃত ইফাজ উদ্দিনের পুত্র। নিহতের পরিবার বলছে, আব্দুস ছালাম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আমতলী রেললাইনের ওপর থেকে আব্দুল সালাম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মারা গেছে, বিষয়টি এখনও পরিষ্কার নয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে