বাংলা স্কুপ, ২৯ সেপ্টেম্বর ২০২৪:
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এ হত্যার প্রতিশোধে ছাড় দেওয়া হবে না। এদিকে, নাসরুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর শনিবার এ ঘোষণা দেন আয়াতুল্লাহ আলী খামেনি।
হাসান নাসরুল্লাকে ‘শহীদ’ উপাধি দিয়ে খামেনি বলেন, তাঁর চিন্তাধারা ও দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে তিনি বলেন, হাসান নাসরুল্লাহ একক কোনো ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একটি পথ ও একটি চিন্তাধারা। এই পথ অব্যাহত থাকবে। শহীদের রক্তের প্রতিশোধে ছাড় দেওয়া হবে না।
তিনি হিজবুল্লাহ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ যোদ্ধারা যার সামনে থাকবে হিজবুল্লাহ।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলছেন, হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড ‘প্রতিরোধ যোদ্ধাদের আরও শক্তিশালী করবে। আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউইয়র্ক থেকে জারি করা হয়েছিল। নাসরুল্লাহর হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়।
ডেস্ক/এসকে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এ হত্যার প্রতিশোধে ছাড় দেওয়া হবে না। এদিকে, নাসরুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর শনিবার এ ঘোষণা দেন আয়াতুল্লাহ আলী খামেনি।
হাসান নাসরুল্লাকে ‘শহীদ’ উপাধি দিয়ে খামেনি বলেন, তাঁর চিন্তাধারা ও দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে তিনি বলেন, হাসান নাসরুল্লাহ একক কোনো ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একটি পথ ও একটি চিন্তাধারা। এই পথ অব্যাহত থাকবে। শহীদের রক্তের প্রতিশোধে ছাড় দেওয়া হবে না।
তিনি হিজবুল্লাহ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ যোদ্ধারা যার সামনে থাকবে হিজবুল্লাহ।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলছেন, হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড ‘প্রতিরোধ যোদ্ধাদের আরও শক্তিশালী করবে। আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ নিউইয়র্ক থেকে জারি করা হয়েছিল। নাসরুল্লাহর হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়।
ডেস্ক/এসকে