বাংলা স্কুপ, ২৭ সেপ্টেম্বর ২০২৪:
চার দশকের পুরনো প্রকাশনা সংস্থা অবসর-এর স্বত্বাধিকারী সাংবাদিক আলমগীর রহমান মারা গেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌনে ১১টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতলে তিনি মারা যান । আলমগীর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
প্রকাশকের ছেলে নূর-ই- মুনতাকিন আলমগীর বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর বাবা অসুস্থ বোধ করেন। তখন বমি করতে চেয়েও করতে পারছিলেন না। পরে প্রেশার মেপে দেখি, প্রেশার অনেক কমে গেছে। এরপর আমরা ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাই। তখন সেখানকার ডাক্তার সব কিছু চেক করে আমাদের জানান, তিনি আর আমাদের মাঝে নেই।
জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় সাংবাদিকতায় যুক্ত ছিলেন আলমগীর রহমান। পরে ১৯৮৫ সালে অবসর প্রকাশনীর গড়ে তোলেন তিনি।
শুরুতে ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল বইয়ের অনুবাদগুলো তিনি পেপারব্যাকে প্রকাশ করেন৷
অবসর থেকে প্রকাশ হয় হুমায়ূন আহমেদের উপন্যাস 'দেবী'। গত চার দশক ধরে এই প্রকাশনা সংস্থা থেকে সাহিত্যের নানা শাখার বই বের হয়েছে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্যও ছিলেন আলমাগীর রহমান৷
ডেস্ক/এইচবি/এসকে
চার দশকের পুরনো প্রকাশনা সংস্থা অবসর-এর স্বত্বাধিকারী সাংবাদিক আলমগীর রহমান মারা গেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌনে ১১টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতলে তিনি মারা যান । আলমগীর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
প্রকাশকের ছেলে নূর-ই- মুনতাকিন আলমগীর বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর বাবা অসুস্থ বোধ করেন। তখন বমি করতে চেয়েও করতে পারছিলেন না। পরে প্রেশার মেপে দেখি, প্রেশার অনেক কমে গেছে। এরপর আমরা ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাই। তখন সেখানকার ডাক্তার সব কিছু চেক করে আমাদের জানান, তিনি আর আমাদের মাঝে নেই।
জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় সাংবাদিকতায় যুক্ত ছিলেন আলমগীর রহমান। পরে ১৯৮৫ সালে অবসর প্রকাশনীর গড়ে তোলেন তিনি।
শুরুতে ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল বইয়ের অনুবাদগুলো তিনি পেপারব্যাকে প্রকাশ করেন৷
অবসর থেকে প্রকাশ হয় হুমায়ূন আহমেদের উপন্যাস 'দেবী'। গত চার দশক ধরে এই প্রকাশনা সংস্থা থেকে সাহিত্যের নানা শাখার বই বের হয়েছে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্যও ছিলেন আলমাগীর রহমান৷
ডেস্ক/এইচবি/এসকে