বাংলা স্কুপ, ২৭ সেপ্টেম্বর ২০২৪:
দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তুরস্ক থেকে একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
বিমানবন্দরের বাইরে ফ্যাসিবাদবিরোধী সহস্রাধিক ছাত্র-জনতা সমবেত হয়ে মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, একসময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক চে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত, সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে।
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহমুদুর রহমান বলেন, এই শহীদদের আমরা কখনো ভুলবো না। এসময় তিনি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান।
শেখ হাসিনার আমলে সারাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১২৪টি মামলা হয়েছিল। একইসঙ্গে তাঁকে আটক করা হয়। এরপর অনেক দিন তাঁকে রিমান্ডে নেওয়া হয়। পরে একটি মামলায় মাহমুদুর রহমান এবং তাঁর স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেয়া হয়।
ডেস্ক/এসকে
দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তুরস্ক থেকে একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
বিমানবন্দরের বাইরে ফ্যাসিবাদবিরোধী সহস্রাধিক ছাত্র-জনতা সমবেত হয়ে মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, একসময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক চে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত, সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে।
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহমুদুর রহমান বলেন, এই শহীদদের আমরা কখনো ভুলবো না। এসময় তিনি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান।
শেখ হাসিনার আমলে সারাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১২৪টি মামলা হয়েছিল। একইসঙ্গে তাঁকে আটক করা হয়। এরপর অনেক দিন তাঁকে রিমান্ডে নেওয়া হয়। পরে একটি মামলায় মাহমুদুর রহমান এবং তাঁর স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেয়া হয়।
ডেস্ক/এসকে