এপিএসসিএলের ৩ কর্মকর্তার দুর্নীতি তদন্তের নির্দেশ

আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০৪:৫৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৫:৪৬:৫৩ অপরাহ্ন
বাংলা স্কুপ, ২৭ সেপ্টেম্বর ২০২৪: 
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) তিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। 
গত রোববার (২২ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ অধিশাখার উপসচিব মাকসুদা খন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নং- ২৭,০০,০০০০,০৮৯.২৭.০০৩.২৪.২২৩)  এপিএসসিএল কর্তৃপক্ষ এই আদেশ দেওয়া হয়। 
অভিযুক্ত কর্মকর্তারা হলেন- সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান ভূঞা ও মো: কবির হোসেন এবং নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ।

চিঠিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ এপিএসসিএলের বেশ কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তার অনিয়ম ও দুনীতি নিয়ে চিঠি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ প্রদান করা হলো।
বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের অভিযোগ, এপিএসসিএল-এর বিভিন্ন সময়ে বিতর্কিত নিয়োগ এবং ৬৪ মেগাওয়াটের দু'টি পুরনো ইউনিট বিক্রির নিলামে অস্বচ্ছতাসহ সিন্ডিকেটের মাধ্যমে নিলাম নিয়ন্ত্রণের কারণে সরকারের শত কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পরিষদ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে লুণ্ঠিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :