![](https://banglascoop.com/public/postimages/67addb4a8c830.jpg)
রাজধানীর প্রধান পাইকারি বাজার শাহবাগেও বেড়েছে ফুলের চাহিদা ও বিক্রি। তবে বিক্রেতারা জানালেন, এখন পর্যন্ত চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। যদিও একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের।
রাতের শেষ প্রহরে ভোরের আলো ধরণীকে ছুঁয়ে যাওয়ার সময়ে জমজমাট হয়ে ওঠে পাইকারি এবং খুচরা ফুলের বাজার। শাহবাগে পাইকারি বাজারে ফুল কিনতে তাই দুর-দূরান্ত থেকে আসেন বহু ক্রেতা-বিক্রেতা।
বসন্তের পাশাপাশি দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। চলছে অমর একুশে বইমেলা। সব মিলিয়ে কদর বেড়েছে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাসহ নানা ফুলের। তবে সরবরাহ বেশি আর ক্রেতা কম থাকায় লোকসানের দাবি করলেন পাইকারি বিক্রেতারা। এর ওপর শবে বরাত উপলক্ষেও কমেছে চাহিদা জানালেন কেউ কেউ।
বিক্রেতারা বলছেন, সব মিলিয়ে উৎপাদন খরচ উঠিয়ে লাভ করা দুষ্কর হবে। তবে আসছে একুশে ফেব্রুয়ারিতে দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব বলেও জানান তারা।
ভালোবাসা দিবস আর ফাল্গুন উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও ফুলের বাজার জমজমাট হয়ে উঠলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। অনেকের অভিযোগ, ১৪ ফেব্রুয়ারি নিয়ে সরকারের উপদেষ্টাতাদের বিপরীতমুখী মন্তব্য প্রভাব ফেলছে ফুলের বাজারে।
গেল বছরের তুলনায় ফুলের দাম কমলেও লাভবান হওয়ার আশা করছেন বিক্রেতারা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে ফুলের বাজারও স্থিতিশীল থাকতো বলে মত পাইকারি ক্রেতা-বিক্রেতাদের।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
রাতের শেষ প্রহরে ভোরের আলো ধরণীকে ছুঁয়ে যাওয়ার সময়ে জমজমাট হয়ে ওঠে পাইকারি এবং খুচরা ফুলের বাজার। শাহবাগে পাইকারি বাজারে ফুল কিনতে তাই দুর-দূরান্ত থেকে আসেন বহু ক্রেতা-বিক্রেতা।
বসন্তের পাশাপাশি দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। চলছে অমর একুশে বইমেলা। সব মিলিয়ে কদর বেড়েছে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাসহ নানা ফুলের। তবে সরবরাহ বেশি আর ক্রেতা কম থাকায় লোকসানের দাবি করলেন পাইকারি বিক্রেতারা। এর ওপর শবে বরাত উপলক্ষেও কমেছে চাহিদা জানালেন কেউ কেউ।
বিক্রেতারা বলছেন, সব মিলিয়ে উৎপাদন খরচ উঠিয়ে লাভ করা দুষ্কর হবে। তবে আসছে একুশে ফেব্রুয়ারিতে দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব বলেও জানান তারা।
ভালোবাসা দিবস আর ফাল্গুন উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও ফুলের বাজার জমজমাট হয়ে উঠলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। অনেকের অভিযোগ, ১৪ ফেব্রুয়ারি নিয়ে সরকারের উপদেষ্টাতাদের বিপরীতমুখী মন্তব্য প্রভাব ফেলছে ফুলের বাজারে।
গেল বছরের তুলনায় ফুলের দাম কমলেও লাভবান হওয়ার আশা করছেন বিক্রেতারা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে ফুলের বাজারও স্থিতিশীল থাকতো বলে মত পাইকারি ক্রেতা-বিক্রেতাদের।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে