![](https://banglascoop.com/public/postimages/67ac9e1a1358e.jpg)
সারাদেশে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। এদের মধ্যে ফরিদপুর সদরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রংপুরের মিঠাপুকুরে পিকনিকের বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বগুড়ায় পিকনিকের বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। পাবনা প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় আরেক পথচারীর মৃত্যু ঘটেছে। বুধবার (১২ফেব্রুয়ারি) প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ফরিদপুর প্রতিনিধি জানান- ফরিদপুর সদরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল আঞ্চলিক সড়কের আদমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ইজিবাইকের চালক আবুল হাসেম পাট্টাদার (৩০) ও যাত্রী লাবলু শেখ (৩২)। তাঁরা জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মণ্ডলের হাট এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি খলিল মণ্ডলের হাট থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পথে সড়কের খানাখন্দ থাকা অংশে বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়। এতে এটি দুমড়েমুচড়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ট্রাকটি রাস্তার পাশের পড়ে উল্টে যায়। তখন ট্রাকচালক ও সহকারী দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ইজিবাইকের হতাহত আরোহীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজন মারা গেছেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান- চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে চাপা পড়ে আক্তার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে ট্রাকটি উল্টে পড়ে তার ওপর। বুধবার সকাল ৭টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্তার হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে। এ দুর্ঘটনার শিকার অপর একটি পরিবহন লেগুনার চালক নুরুল মোস্তফা বলেন, ‘বুধবার সকাল ৭টার দিকে আমি গাড়িতে যাত্রী তুলতে রাস্তার পাশে দাঁড়াই। এ সময় আক্তার হোসেন আমার গাড়ির পাশে মোটরসাইকেল থামিয়ে তার কিছু পণ্য নিয়ে যেতে আমার সঙ্গে দরদাম করছিলেন। এমন সময় কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকে এসে আছড়ে পড়ে। সড়ক বিভাজকের সঙ্গে তীব্র ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেল ও আমার গাড়ির ওপর উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে আমার লেগুনার সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য আমি রক্ষা পাই। কিন্তু মোটরসাইকেলসহ আক্তার হোসেন ট্রাকের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’এ বিষয়ে দুর্ঘটনাস্থলে থাকা কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘নিজামপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার কাজে অংশ নিই। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে স্বজনরা এসে তার লাশ নিয়ে গেছেন।’তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তার সহকারী সটকে পড়েছে। আমরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনাটি হেফাজতে নিয়েছি। ধারণা করছি, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবো।’
রংপুর ব্যুরো জানায়- রংপুরের মিঠাপুকুরে পিকনিকের বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল্লাহ বিন রুহান (১২) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার শালটি গোপালপুরে রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান শালটি গোপালপুর ইউনিয়নের শালটিপাড়া সামিল গ্রামের আখতারুল ইসলামের ছেলে। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রুহান। তার মা ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বগুড়া অফিস জানায়- বগুড়ার নন্দীগ্রামে পিকনিকের বাসচাপায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার কাথম গ্রামের বাসিন্দা। নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি বলেন, গাইবান্ধা থেকে মোর্শেদা নিউ সাফা পরিবহনের একটি বাস রাজশাহীতে পিকনিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাসটি কুন্দারহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করলে চালক ও তার সহকারী ওমরপুর নামক স্থানে বাস থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ বাসে থাকা পিকনিকের লোকজনকে নামিয়ে দিয়ে বাসটি আটক করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পাবানা প্রতিনিধি জানায়- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। পাবনা অনন্ত বাজার মোড়ে বেপরোয়া গতিতে আসা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ(৫০) পাবনা সদর উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা। জানা যায় ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯:৩০ টায় শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে পাবনা অনন্ত বাজার এলাকায় পাবনা-স ১১-০০০৯ নাম্বারের বাসটি দূর্ঘটনাটি ঘটায়। দুর্ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে পাবনা সদর থানার হেফাজতে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসে উঠছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান "আমরা বিষয়টি জেনেছি এবং তৎক্ষনাৎ আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং আমাদের তত্বাবধানে লাশটি হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি আমাদের কাছে। এ বিষয়ে জানতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল আওয়াল এবং পরিবহণ প্রশাসক প্রফেসর কামরুজ্জামানের মুঠোফোন যোগাযোগ করলে তাদের ফোনে পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
ফরিদপুর প্রতিনিধি জানান- ফরিদপুর সদরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল আঞ্চলিক সড়কের আদমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ইজিবাইকের চালক আবুল হাসেম পাট্টাদার (৩০) ও যাত্রী লাবলু শেখ (৩২)। তাঁরা জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মণ্ডলের হাট এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি খলিল মণ্ডলের হাট থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পথে সড়কের খানাখন্দ থাকা অংশে বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়। এতে এটি দুমড়েমুচড়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ট্রাকটি রাস্তার পাশের পড়ে উল্টে যায়। তখন ট্রাকচালক ও সহকারী দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ইজিবাইকের হতাহত আরোহীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজন মারা গেছেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান- চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে চাপা পড়ে আক্তার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে ট্রাকটি উল্টে পড়ে তার ওপর। বুধবার সকাল ৭টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্তার হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে। এ দুর্ঘটনার শিকার অপর একটি পরিবহন লেগুনার চালক নুরুল মোস্তফা বলেন, ‘বুধবার সকাল ৭টার দিকে আমি গাড়িতে যাত্রী তুলতে রাস্তার পাশে দাঁড়াই। এ সময় আক্তার হোসেন আমার গাড়ির পাশে মোটরসাইকেল থামিয়ে তার কিছু পণ্য নিয়ে যেতে আমার সঙ্গে দরদাম করছিলেন। এমন সময় কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকে এসে আছড়ে পড়ে। সড়ক বিভাজকের সঙ্গে তীব্র ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেল ও আমার গাড়ির ওপর উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে আমার লেগুনার সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য আমি রক্ষা পাই। কিন্তু মোটরসাইকেলসহ আক্তার হোসেন ট্রাকের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’এ বিষয়ে দুর্ঘটনাস্থলে থাকা কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘নিজামপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার কাজে অংশ নিই। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে স্বজনরা এসে তার লাশ নিয়ে গেছেন।’তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তার সহকারী সটকে পড়েছে। আমরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লেগুনাটি হেফাজতে নিয়েছি। ধারণা করছি, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবো।’
রংপুর ব্যুরো জানায়- রংপুরের মিঠাপুকুরে পিকনিকের বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল্লাহ বিন রুহান (১২) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার শালটি গোপালপুরে রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান শালটি গোপালপুর ইউনিয়নের শালটিপাড়া সামিল গ্রামের আখতারুল ইসলামের ছেলে। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রুহান। তার মা ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বগুড়া অফিস জানায়- বগুড়ার নন্দীগ্রামে পিকনিকের বাসচাপায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার কাথম গ্রামের বাসিন্দা। নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি বলেন, গাইবান্ধা থেকে মোর্শেদা নিউ সাফা পরিবহনের একটি বাস রাজশাহীতে পিকনিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাসটি কুন্দারহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করলে চালক ও তার সহকারী ওমরপুর নামক স্থানে বাস থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ বাসে থাকা পিকনিকের লোকজনকে নামিয়ে দিয়ে বাসটি আটক করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পাবানা প্রতিনিধি জানায়- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। পাবনা অনন্ত বাজার মোড়ে বেপরোয়া গতিতে আসা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ(৫০) পাবনা সদর উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা। জানা যায় ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯:৩০ টায় শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে পাবনা অনন্ত বাজার এলাকায় পাবনা-স ১১-০০০৯ নাম্বারের বাসটি দূর্ঘটনাটি ঘটায়। দুর্ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে পাবনা সদর থানার হেফাজতে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসে উঠছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান "আমরা বিষয়টি জেনেছি এবং তৎক্ষনাৎ আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং আমাদের তত্বাবধানে লাশটি হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি আমাদের কাছে। এ বিষয়ে জানতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল আওয়াল এবং পরিবহণ প্রশাসক প্রফেসর কামরুজ্জামানের মুঠোফোন যোগাযোগ করলে তাদের ফোনে পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে