সাভারের আশুলিয়ায় মেডলার অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ৩১ জন পোশাক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে অসুস্থদের উদ্ধার করে মা ও নারী শিশু হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় স্থানীয় মেডলার অ্যাপারেলস লিমিটেডনামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কি কারণে তারা অসুস্থ হয়েছে তা নিশ্চিত করতে পারেনি চিকিৎসক।
কারখানার শ্রমিকরা জানান, হঠাৎ গতকাল বমি-মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে কারখানার ভেতরে ১৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে প্রেরণ করা হয় এবং আশঙ্কামুক্ত হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আজ সকালে প্রতিদিনের মতো শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এর কিছু সময় পর হঠাৎ করে শ্রমিকরা অসুস্থ হতে থাকে।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার অপারেশন হারুন-অর-রশিদ বলেন, বমি-মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মেডলার অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার ৩১ জন শ্রমিক এসে চিকিৎসা নিচ্ছে। মূলত কি কারণে হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে ৩/৪ ঘণ্টা চিকিৎসা নিয়ে অনেকেই বাসায় ফিরেছে বলে জানান তিনি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় স্থানীয় মেডলার অ্যাপারেলস লিমিটেডনামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কি কারণে তারা অসুস্থ হয়েছে তা নিশ্চিত করতে পারেনি চিকিৎসক।
কারখানার শ্রমিকরা জানান, হঠাৎ গতকাল বমি-মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে কারখানার ভেতরে ১৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে প্রেরণ করা হয় এবং আশঙ্কামুক্ত হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আজ সকালে প্রতিদিনের মতো শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এর কিছু সময় পর হঠাৎ করে শ্রমিকরা অসুস্থ হতে থাকে।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার অপারেশন হারুন-অর-রশিদ বলেন, বমি-মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মেডলার অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার ৩১ জন শ্রমিক এসে চিকিৎসা নিচ্ছে। মূলত কি কারণে হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে ৩/৪ ঘণ্টা চিকিৎসা নিয়ে অনেকেই বাসায় ফিরেছে বলে জানান তিনি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে