![](https://banglascoop.com/public/postimages/67a48255a91f0.jpg)
আমাদের দেশে দুর্নীতির মামলায় সাজার পরিমাণ কম। আইন সংশোধন করে সাজা বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আদালতে শিবলী রুবাইয়াত ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের রিমান্ড শুনানিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতি মামলায় সাজা কম থাকার কারণে দেশে দুর্নীতির পরিমাণ বেড়েছে। এ দেশে একজন ব্যক্তি যদি ৫ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে পারে, জামানত ছাড়া ব্যাংক থেকে ৫৮ হাজার কোটি টাকা লুট করতে পারে। তাহলে দেশে দুর্নীতি আরও বেড়ে যাবে।
এদিন দুর্নীতি মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের রিমান্ডে বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত উভয়কে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
তিনি আরও বলেন, দুর্নীতি মামলায় সাজা কম থাকার কারণে দেশে দুর্নীতির পরিমাণ বেড়েছে। এ দেশে একজন ব্যক্তি যদি ৫ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে পারে, জামানত ছাড়া ব্যাংক থেকে ৫৮ হাজার কোটি টাকা লুট করতে পারে। তাহলে দেশে দুর্নীতি আরও বেড়ে যাবে।
এদিন দুর্নীতি মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের রিমান্ডে বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত উভয়কে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে