![](https://banglascoop.com/public/postimages/67a4471be1ece.jpg)
সামরিক শক্তিতে দুই ধাপ এগিয়ে ৩৫তম স্থান দখলে নিয়েছে বাংলাদেশ। সামরিক শক্তি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের (জিএফপি) সম্প্রতি করা ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে। এতে শীর্ষস্থানে রয়েছে বরাবরের মতো মার্কিন যুক্তরাষ্ট্র। সমান স্কোর (০.০৭৮৮) নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া ও চীন। চতুর্থ স্থানে আছে ভারত।
জিএফপির ২০২৫-এর তালিকায় স্থান পেয়েছে ১৪৫টি দেশ। এই তালিকা নির্ধারণে ৬০টিরও বেশি পৃথক বিষয় বিবেচনা করা হয়, যার মধ্যে রয়েছে সামরিক ইউনিটের সংখ্যা, আর্থিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক পরিস্থিতি।
জিএফপির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, তালিকায় পঞ্চম স্থানে দক্ষিণ কোরিয়া, ৬ষ্ঠ যুক্তরাজ্য, ৭ম ফ্রান্স, ৮ম জাপান, ৯ম তুরস্ক ও ১০ম ইতালি। এবার বাংলাদেশের স্কোর ছিল ০.৬০৬২। প্রতিবেশী ভারতের স্কোর ০.১১৮৪। আর পাকিস্তান ০.২৫১৩ স্কোর নিয়ে ১২তম স্থানে রয়েছে। তালিকায় বাংলাদেশের পরে রয়েছেÑনেদারল্যান্ডস (৩৬তম), মিয়ানমার (৩৭তম), নরওয়ে (৩৮তম), পর্তুগাল (৩৯তম) ও সাউথ আফ্রিকা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
জিএফপির ২০২৫-এর তালিকায় স্থান পেয়েছে ১৪৫টি দেশ। এই তালিকা নির্ধারণে ৬০টিরও বেশি পৃথক বিষয় বিবেচনা করা হয়, যার মধ্যে রয়েছে সামরিক ইউনিটের সংখ্যা, আর্থিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক পরিস্থিতি।
জিএফপির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, তালিকায় পঞ্চম স্থানে দক্ষিণ কোরিয়া, ৬ষ্ঠ যুক্তরাজ্য, ৭ম ফ্রান্স, ৮ম জাপান, ৯ম তুরস্ক ও ১০ম ইতালি। এবার বাংলাদেশের স্কোর ছিল ০.৬০৬২। প্রতিবেশী ভারতের স্কোর ০.১১৮৪। আর পাকিস্তান ০.২৫১৩ স্কোর নিয়ে ১২তম স্থানে রয়েছে। তালিকায় বাংলাদেশের পরে রয়েছেÑনেদারল্যান্ডস (৩৬তম), মিয়ানমার (৩৭তম), নরওয়ে (৩৮তম), পর্তুগাল (৩৯তম) ও সাউথ আফ্রিকা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন