
দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে এসেছেন বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়।
শহীদুজ্জামান কাকন সাংবাদিকদের বলেন, যদি দল আমাকে এমপি নির্বাচনের জন্য মনোনীত করে তাহলে নেতাকর্মীদের নিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।
এ সময় মো. শহিদুল ইসলাম সেলিম, আবুল বাশার, মো. সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম এখলাসসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়।
শহীদুজ্জামান কাকন সাংবাদিকদের বলেন, যদি দল আমাকে এমপি নির্বাচনের জন্য মনোনীত করে তাহলে নেতাকর্মীদের নিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।
এ সময় মো. শহিদুল ইসলাম সেলিম, আবুল বাশার, মো. সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম এখলাসসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে