নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি নিবন্ধন গ্রহণ করেন।
পরে দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান সাংবাদিকদের জানান, একাত্তরের স্বাধীনতা ও ২০২৪ এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তাদের দল। সংস্কার ও নির্বাচন দুটোই চায় দলটি। মূল সংস্কার নির্বাচিত সরকারের করা উচিত বলেও জানান তিনি।
তিনি জানান, তিনশ’ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। চান জানান, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন চান তারা।
মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতি করার প্রত্যয়ও ব্যক্ত করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান। এ নিয়ে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৪৯ এ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএইচ/এসকে
পরে দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান সাংবাদিকদের জানান, একাত্তরের স্বাধীনতা ও ২০২৪ এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তাদের দল। সংস্কার ও নির্বাচন দুটোই চায় দলটি। মূল সংস্কার নির্বাচিত সরকারের করা উচিত বলেও জানান তিনি।
তিনি জানান, তিনশ’ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। চান জানান, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন চান তারা।
মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতি করার প্রত্যয়ও ব্যক্ত করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান। এ নিয়ে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৪৯ এ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএইচ/এসকে